ঢাকা শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


একজন গণহত্যাকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি সাজাতে পারে না: আখতার


৬ ডিসেম্বর ২০২৫ ২০:১৭

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন বলেছেন, একজন মানবতাবিরোধি ও গণহত্যকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি সাজাতে পারে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী তাকে ভারতে রাখা যাবে না। 

 

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

 

এ সময় আখতার বলেন, শেখ হাসিনার মতো খুনীদের শাস্তির আওতায় না আনলে বাংলাদেশ অগ্রসর হবে না। ভারত একে সুযোগ হিসেবে দেখছে। তারা নির্বাচনসহ সব অপকর্মের সঙ্গী ছিলো। 

 

এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি কিন্তু বিএনপি ও জামায়াত অস্ত্রের প্রদর্শনী করছে। পিস্তল উচিয়ে মহড়া করছে। তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো। সাজোয়া বাহিনী দিয়েও সেই সরকার টেকেনি। তাই যারা এই রাজনীতি করবে তাদেরও একই পরিণতি হবে। 

 

তিনি আরও জানান, পেশাজীবীদের বৈষম্য দূর করতে সিন্ডিকেট ভাঙ্গতে হবে। তাদের রাজনীতি বিমুখ রেখে দেশ এগিয়ে যাবে না। নতুন বাংলাদেশে দলীয় স্বার্থে কোনও পেশাজীবিকে ব্যবহার করা হবে না। তোষামোদি করার মধ্য দিয়ে পদোন্নতি ও সুযোগ সু্বিধা দেয়া যাবে না। দক্ষতা হবে মানদন্ড। রাজনীতিকে সঠিক পথে আনতে রাজনীতি সচেতন পেশাজীবি থাকবে।

 

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি ক্ষমতায় গেলে বা কোনও সরকারের অংশ হলে বেসরকারি চাকরিতেও শনিবার সরকারি ছুটি ঘোষণার উদ্যোগ নিবো। তবে শুধু চাকরি না উদ্যোক্তা হওয়ার জন্য বলবো। এনসিপি কোনও দলের কাছে সিট ভিক্ষা করতে যাবে না। নিজেরা নির্বাচন করবো। 

 

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতের প্রতি বলছি নির্বাচনে ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করলে আপনাদের এখানে নানা ক্ষেত্রে বিনিয়োগ করেছে সেগুলি গুটিয়ে পালাতে হবে।