দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ
দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেয়া হচ্ছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় আজকের এ পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয় পরীক্ষাগুলো।
তবে অভিভাবকদের একটি অংশ বলছেন, শিক্ষকদের আন্দোলনের জেরে পরীক্ষার সময় শিক্ষার্থীদেরকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মানসিক চাপের মুখে পড়ছে শিক্ষার্থীরা।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সেশনজট কাটাতে পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পাবনা, সিলেটসহ কয়েক জেলায় কাল নেয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি।
