ঢাকা শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫, ২২শে অগ্রহায়ণ ১৪৩২


বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রায়


৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় তার লন্ডনের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

 

তবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে।

 

এদিকে, চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জোবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটঅ্যাওয়ার' দেখাচ্ছে, ঢাকায় পৌঁছতে জোবাইদা রহমানের দেড় ঘণ্টা বিলম্ব হতে পারে।

 

জোবাইদা রহমান দেশে আসার পর খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।