ঢাকা বুধবার, ৩রা ডিসেম্বর ২০২৫, ২০শে অগ্রহায়ণ ১৪৩২


স্মার্টফোনের আমদানি শুল্ক কমাতে কাজ শুরু করেছে সরকার


৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯

সংগৃহীত

স্মার্টফোনের আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ। পাশাপাশি দেশে উৎপাদিত হ্যান্ডসেটের শুল্ক ও ভ্যাট কমানো হবে।

 

গত সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়য়, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

আজ বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময়ে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা ফ্রিতে তিনটি ফোন আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। এক্ষেত্রে ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আনা স্টক ফোনের মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নাম্বার আছে, সেগুলো হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে এনবিআরের সাথে আলোচনা চলছে। তবে ক্লোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না। ষোল ডিসেম্বরের আগে সচলকৃত কোনও ধরনের সেট বন্ধ হবে না