ঢাকা বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে ফের আল্টিমেটাম, ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি


২৬ নভেম্বর ২০২৫ ০৯:১১

সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে শাহবাগে এই ঘোষণা দেন পরীক্ষার্থীরা। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষার্থীদেরও ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বানও জানানো হয়।

 

আন্দোলনকারীরা জানান, আজ সারারাত শাহবাগ থানার সামনে অবস্থান করবেন তারা। সকালেও সড়কে থাকবেন তারা।

 

এদিকে, মঙ্গলবার বিকেলে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন পরীক্ষার্থী আহত হন।

 

আন্দোলনকারীরা বলেন, আগের বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার দুই মাসেরও কম সময় দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক। সে সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন পরীক্ষার্থীরা।

 

এর আগে, মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন পরীক্ষার্থীরা। পরে পুলিশের বাঁধার মুখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। একপর্যায়ে সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।