ঢাকা বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের সমবেদনা


২৬ নভেম্বর ২০২৫ ০৯:১২

সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই সমবেদনা জানান তিনি।

 

তারেক রহমান লেখেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে দৃঢ়ভাবে আশা করছি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে অনেকের বাড়ি-ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

 

তিনি আরও লেখেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রাণপন প্রচেষ্টার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ণ সংহতি জানাচ্ছে । তাদের এই চেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। 

 

প্রসঙ্গত, আজ মঙ্গলবার বিকেলে ৫টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে। আগুনে বস্তির প্রায় ১৫০০ ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।