বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে বিদায় সংবর্ধনা
বেনাপোল: বেনাপোলের ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার সপ্নাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।
১৯৯১ সালের ২ মে শিক্ষাজীবন শুরু করা সেলিনা আক্তার দীর্ঘ ৩৪ বছর ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের দিনে আবেগঘন পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে বিদায় জানান।
শিক্ষার্থীরা বলেন, সেলিনা আক্তার শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং শৃঙ্খলা, ধৈর্য এবং মানবিকতার শিক্ষা দিয়ে গেছেন। তারা তাকে শিক্ষক, অভিভাবক ও পথপ্রদর্শকের সমন্বিত প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, “দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি হলো আজ। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অবসর জীবনে তিনি সুস্থ, সুন্দর ও শান্তিময় সময় কাটাবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি এবং শিক্ষকবৃন্দ—মোহাম্মদ ইন্তাজুর রহমান, মোহাম্মদ বদরুল আলম, জহুরা খাতুন, মোঃ শরিফুল ইসলাম, নুরুন্নাহার, মাহমুদা সুলতানা কেয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক, হাসান ওয়াজেদ, সাব্বির হোসেন, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ তাহের, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ নয়ন হোসেন, মোহাম্মদ আব্দুল খালেক, বিলকিস খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তাকে বিদ্যালয় থেকে বিদায় জানানোর সময় আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।
