আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি রেজিমেন্টের ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্টডক, ২৪ পদাতিক ডিভিশন এবং সেন্টার কমান্ড্যান্টসহ অন্যান্যরা। এসময় সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।
সেইসাথে, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বানও জানান তিনি।
