ঢাকা মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


বেনাপোলে পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


২৭ অক্টোবর ২০২৫ ২০:১৭

সংগৃহীত

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ সোহাগ হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক সোহাগ যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জনৈক ডাক্তার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামী কাকুলি খাতুনের (২৪) ঘর থেকে সোহাগকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাকুলি খাতুন পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

 

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মানিক জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বেনাপোল এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

 

উল্লেখ্য, বেনাপোল সীমান্তঘেঁষা এই অঞ্চলে সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।