আকাশ-নৌপথে যোগাযোগ বৃদ্ধিসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক বাণিজ্যে পাকিস্তানের আগ্রহ
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। এটি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়বে বলে আশা করে দেশটি। একইসাথে বাংলাদেশের সাথে আকাশ ও নৌপথে যোগাযোগ বৃদ্ধিসহ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় ওঠে আসে এসব প্রসঙ্গ। প্রায় ২০ বছর পর ঢাকায় হলো এই সভার আয়োজন। এতে বাংলাদেশের ১৫ এবং পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি অংশ নেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, কৃষি, তথ্য প্রযুক্তি সেবা, হালাল খাদ্যসহ বেশ কিছু খাতে বাণিজ্য বৃদ্ধিতে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে।
আঞ্চলিক বাণিজ্য জোরদার করার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেছেন, বাংলাদেশের পাট পণ্য, ওষুধ ও কৃষি পণ্য আমদানি করার সুযোগ আছে। পাশাপাশি নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান। বাণিজ্যের পরিধি বাড়লে দুই দেশের মানুষের সম্পর্ক মজবুত হবে।
