মাইলস্টোন ট্র্যাজেডি ৯৭ দিন পর বাসায় ফিরলো মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নাভিদ
৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলো উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নেয়াজ। ৩৬ বার অপারেশন হয়েছে তার।
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, ২১ জুলাই মর্মান্তিক দুর্ঘটনায় নাভিদ দগ্ধ হয়। ওইদিন উদ্ধারের পর সিএমএইচ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরদিন ৪৫ শতাংশ পোড়া দেহ নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এর মধ্যে সে আইসিইউতে ছিল ২২ দিন, এইচডিইউতে ছিল ৩৫ দিন এবং আইসোলেটেড কেবিনে ছিল ৪০ দিন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি ভবনের ওপর আছড়ে পড়ে।
