ভোট সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিচ্ছে বিএনপি
সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে সামনে রেখে দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোন প্রার্থীকেই সবুজ সংকেত দেয়া হয়নি। দলের শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতেই এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা।
মূলত নির্বাচনী তফসিলের আগেই ভোটের আবহে রীতিমতো ডুব দিয়েছে বিএনপির কর্মী-সমর্থকরা। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়াল সাক্ষাৎ এ, বাইরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা— সাম্প্রতিক সময়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনের রূপ অনেকটা এমনই।
রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের ১১৪টি সংসদীয় আসনের অন্তত সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে দুই ধাপে ভার্চুয়াল বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে।
বৈঠকের শুরুতেই দলের স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবকসূলভ ভূমিকায়। তুলে ধরেন দেশ-দলের বাস্তবতা।
দলের নীতিনির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা। তবে তাদের বক্তব্য দেওয়ার কোন সুযোগ ছিলো না। ধানের শীষের পক্ষ্যে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা।
কিন্তু তফসিল ঘোষণার আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ— এই ইস্যুতে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০১৮ সালের পর থেকেই নির্বাচনের বাইরে বিএনপি। এর মাঝে বহু প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের মনে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টিও হয়েছে। এজন্য আমরা একটু আগে থেকেই ভোটের মাঠে নামতে চাই, যাতে প্রচারণাটাও শুরু করা যায়।
