ঢাকা সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


মেট্রোরেলে দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ও চাকরির ঘোষণা


২৭ অক্টোবর ২০২৫ ০৭:১৫

সংগৃহীত

মেট্রোরেলের লাইনের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কর্মক্ষম একজনকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

 

 

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

 

 

উপদেষ্টা বলেন, নিহতের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।