ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে: নুরুল হক


২৭ অক্টোবর ২০২৫ ০৭:১২

সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো হবে। এসময় তিনি ফেব্রুয়ারিতে নয় রবং জানুয়ারিতেই নির্বাচন দেয়ার দাবি করেন।  

 

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

 

 

 

বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নুরুল হক বলেন, নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে? এটার সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে। ।

 

সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণঅধিকারের সভাপতির।

 

জাতীয় পার্টি প্রসঙ্গে নুর বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে, এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসবে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে।