ঢাকা রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


হাসনাতের মন্তব্য পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট


২৬ অক্টোবর ২০২৫ ১৫:৫৪

সংগৃহীত

সরকারী কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

 

রোববার (২৬ অক্টোবর) বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে পিএসসির সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

 

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়টি শুধুমাত্র পদোন্নতি ও বদলি নিয়েই ব্যস্ত। চাকরিপ্রত্যাশীদের নিয়ে মোটেও চিন্তিত নয়।

 

তিনি বলেন, মন্ত্রণালয় এক রুম থেকে আরেক রুমে চিঠি দিয়ে যোগাযোগ করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুবিধাভোগ করেছে এই দফতর।

 

পিএসসি'র আন্তরিকতার ঘাটতি নেই তবে তারা নানা জায়গায় সীমাবদ্ধ বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।