ঢাকা রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


ঢাবিতে বহিরাগতদের মিছিল, ব্যবস্থা নেয়ার দাবি ডাকসু নেতৃবৃন্দের


২৬ অক্টোবর ২০২৫ ০৮:৪৫

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ডাকসুর নেতৃবৃন্দ।

 

শনিবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এই দাবি জানায় ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জোবায়ের হোসেন। 

 

তিনি বলেন, হকারদের নিয়ে যারা ক্যাম্পাসে মিছিল করেছে তাদের ৬ মাসের নিষিদ্ধ করতে হবে। ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের হকার থাকতে পারবে না এবং অনুমতি ছাড়া কোনো দোকান বসতে পারবে না। 

 

ডাকসু নেতারা আরও বলেন, কোনো সিন্ডিকেটের জায়গা হবে না ঢাবি ক্যাম্পাসে।

 

এসব দাবি নিয়ে প্রক্টর টিমের সঙ্গে বৈঠক করেন তারা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে দেয়ার কাজ চলছে বলে জানান প্রক্টরিয়াল টিমের সদস্যরা।