ঢাকা রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


পুরান ঢাকার একটি বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার


২৬ অক্টোবর ২০২৫ ০৮:৪০

সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার একটি বাসা থেকে সজিব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

নিহতের মা নূর নাহার বেগমের অভিযোগ করেন, একই এলাকার এক মেয়ের সঙ্গে সজিবের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই মেয়ে সজিবকে নানাভাবে দূরে ঠেলতে থাকে। পরে শনিবার তাকে মামার বাসায় ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।

 

এ সময় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে।