ঢাকা শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২


নাম বদলে বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’


২৪ অক্টোবর ২০২৫ ০৯:১০

সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নাম বদলে করা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক ও সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে ছাত্রশক্তি।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের জাতীয় সমন্বয় সভায় এ ঘোষণা দেয়া হয়।

 

ছাত্রসংগঠনটির নতুন নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।

 

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

 

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।