যে দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেখানে সরকার টেকেনি: আব্দুল মতিন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাহাপুর বাজারে রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সাকলাইন মাস্টারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন।
রতনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মানিকের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আজাদ হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, যুবদল নেতা ইকবাল সদাগর, রতনপুর ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মফিজুল ইসলাম ঝিনুক। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মী সমাবেশ এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, বর্তমানে পিআর নিয়ে কয়েকটি দল কথা বলছে, অথচ পৃথিবীর খুব কম সংখ্যক রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং পৃথিবীর কোন রাষ্ট্রেই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনে সরকার স্থায়ী হয় না কিংবা স্থিতিশীল সরকার হয় না। আমরা বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার চাই। যে সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। রাষ্ট্র হবে একটি সুন্দর সুশৃংখল, জনকল্যাণমুখী রাষ্ট্র। সেই লক্ষ্য এই আমরা কাজ করছি। তিনি আরো বলেন, বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।