ঢাকা বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনকে স্বাগত জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


২২ অক্টোবর ২০২৫ ২২:২৯

সংগৃহীত

বাংলাদেশে পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

 

 

সংস্থাটি বলছে, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার ঘটনা, যা ভুক্তভোগীদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

 

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচার প্রক্রিয়া জুড়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড সম্পূর্ণভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে যথাযথ বিচারপ্রক্রিয়া ও ন্যায়বিচারের নিশ্চয়তা, মামলাটি বেসামরিক আদালতে পরিচালনা করা, এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মৃত্যুদণ্ড থেকে বিরত থাকা।

 

এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

 

 

পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেফতার সেনা কর্মকর্তাদের ঢাকা ক্যান্টনমেন্টে স্থাপিত কারা অধিদফতরের সাবজেলে রাখা হবে।