বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাগজের জুলাই সনদে আমরা বিশ্বাসী নই। বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই সনদের স্বাক্ষর করা হবে। এটি বাস্তবায়নে সাংবিধানিক আদেশের কথা প্রধান উপদেষ্টাকে বলেছি। সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এটি জারি করবেন। কোনোভাবেই তা রাষ্ট্রপতি দিতে পারবে না।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সনদে নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। পুরো সনদই গনভোটে যাবে। এরপর পরবর্তী সংসদ নতুন সংবিধান তৈরি করবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর সনদের সইয়ের বিষয়টি নির্ভর করছে।
তিনি আরও বলেন, প্রশাসনের বদলতি-পদায়নে ভাগ বাটোয়ারা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। বড় দলগুলো নিজেদের মধ্যে ডিসি-এসপি ভাগাভাগি করছে। এছাড়া, উপদেষ্টা পরিষদের মধ্য থেকেও সেই দলগুলোকে সহযোগিতা করা হচ্ছে। যেসব উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি
