ঢাকা বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


২২ অক্টোবর ২০২৫ ০৮:৪৬

সংগৃহীত

নারীদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

 

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে।

 

এর আগে, শ্রীশান্ত রায়ের মুসলীম নারীদের সম্পর্কে স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।