ঢাকা বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২


সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ


২১ অক্টোবর ২০২৫ ২২:৫৯

সংগৃহীত

সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের ২১৩ রানের জবাবে শেই হোপের দল টাই করে ম্যাচ। সেখানে সুপার ওভারে ১১ রানের টার্গেটে শেষ পর্যন্ত ৯ রান তোলে সৌম্য-শান্তরা।

 

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ওভারের দ্বিতীয় বলে রাদারফোর্ডকে ফেরান মোস্তাফিজ। পরের বলে আসে দুই রান। ওভারের চতুর্থ বলে কিংয়ের ক্যাচ ফেলে দেন মিরাজ। ওভারের শেষ বলে শেই হোপের বাউন্ডারিতে ১০ রানের সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

 

১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আকিল হোসেনের ওয়াড ও নো বলের সুবাদে প্রথম বলেই পাঁচ রান নেয় বাংলাদেশ। তবে ওভারের বাকি পাঁচ বলে ৬ রান নিতে পারেনি টাইগাররা। দ্বিতীয় বলে ডট ও তৃতীয় বলে ১ রান আসে। চতুর্থ বলে সৌম্য সরকার ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। জয়ের জন্য শেষ দুই বলে ৫ রান প্রয়োজন হয়। কিন্তু শেষ দুই বলে বাউন্ডারি আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয় সাইফ-শান্তরা। এতে সুপার ওভারে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

 

এর আগে সৌম্য সরকার ৮৯ বলে ৪৫ রান করলেও টপঅর্ডারের বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ। সাইফ-শান্ত-হৃদয়রা যথারীতি ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৫৮ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন কাপ্তান মিরাজ। নুরুল হাসান সোহান করেন ২৩। শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ক্যামিওতে ২১৩ রান করে বাংলাদেশ।

 

স্পিন স্বর্গ উইকেটে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে অনন্য রেকর্ড গড়ে উইন্ডিজ, ওয়ানডে ইতিহাসে যা প্রথম ঘটনা।

 

জবাবে দলীয় ১০৩ রানে ৫ উইকেটে হারিয়ে ব্যাকফুটে ছিলে ক্যারিবিয়রাও। সেখান থেকে একপ্রান্ত আগলে দলকে জয়ের দিকে নিয়ে যান শেই হোপ। ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে সাইফের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের ইনিংস থামে ঠিক ২১৩ তে।

 

বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩টি উইকেট। আর নাসুম ও তানভীর তুলে নেন ২টি উইকেট।