ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯


২০ অক্টোবর ২০২৫ ০৮:৫১

সংগৃহীত

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে প্রকাশিত ফলে ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হয়েছেন।

 

 

পিএসসি জানায়, উত্তীর্ণদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd) থেকে দেখা যাবে।

 

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হবে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা। 

 

 

শিক্ষার বিশেষ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেয়া হবে। মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।