রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শনিবার (১৮ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শেখ বশির উদ্দিন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। বিমানবন্দরের চলমান কার্যক্রমকে কীভাবে আমরা চলমান রাখবো, সে ব্যাপারে পদ্ধতিগতভাবে সবাই এখনই বসছি, বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।
বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, ‘ফ্লাইট এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে শুধু আমদানি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে, রপ্তানি কার্গো নিরাপদ আছে।’
তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা। স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং একটা একটা কমিটি তৈরি করে দুর্ঘটনার কারণ বের করা।’
বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা আরো বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপণ হয়নি।’
শেখ বশির উদ্দিন বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে সিভিল এভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।