ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২


শাহজালালের কার্গো ভিলেজে আগুন চেন্নাই ও দিল্লি থেকে ঢাকামুখী ২ ফ্লাইট নামলো কলকাতায়


১৮ অক্টোবর ২০২৫ ২১:০৩

সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় চেন্নাই ও দিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগো এয়ারলাইনস'র দুইটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। 

 

 

 

 

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এর আগে ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। আর তিনটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। 

 

 

 

 

অন্যদিকে, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। ব্যবহার করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে ফাতার সার্ভিসের স্বয়ংক্রিয় যন্ত্রও। এছাড়া, বিমানবাহিনী, নৌবাহিনী ও বেবিচকও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৭ জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

 

 

 

 

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।