ঢাকা শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২


আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ


১৮ অক্টোবর ২০২৫ ১২:২৯

সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় চতুর্থ দিনের মতো প্রতিবাদ সমাবেশ করছে শ্রমিকরা। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা।

 

 

বিক্ষোভকারীরা অভিযোগ, গর্ভবতী অবস্থায় তাজমিনা খাতুন ছুটি ও অর্থ সহায়তা চেয়েছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দিতে অসম্মতি জানায়।পরে সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও কারখানা কর্তৃপক্ষের বাধা দেন।

 

শ্রমিকরা জানান, তাজমিনার মৃত্যুর সুষ্ঠু বিচারসহ ১১ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

 

অন্যদিকে, শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

প্রসঙ্গত, গত সোমবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাজমিনা মারা যান। তিনি নয়ারহাটে এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় কর্মরত ছিলেন।