ঢাকা শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক ১৪৩২


জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা


১৭ অক্টোবর ২০২৫ ১৯:২৭

সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বেই শুরু হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা ৩৫ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এটি।

 

 

এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত রয়েছে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টি।

 

বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মির্জা আব্বাস, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আইনজীবী শিশির মনির, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ গণঅধিকার পরিষদের নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।