জুলাই সনদে স্বাক্ষর করেনি কোন কোন দল

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে। যথাযথ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে অংশ নিতে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আরও কয়েকটি রাজনৈতিক দলকে। এ ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা যাননি। এর ফলে এসব দলগুলো কেউ এখনও পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি।বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ
আগে থেকেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠেও তেমনই ইঙ্গিত ছিল। মধ্যরাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না তারা। অন্যদিকে বাম জোট আগেই জানিয়েছিল জুলাই সনদ অনুষ্ঠানে অংশ নেবে না।
এদিকে, সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যারা দুই একজন স্বাক্ষর করেননি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন। এটা উন্মুক্ত রাখা আছে।
এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, জুলাই সনদ বিশ্বে অন্যন্য উদাহরণ হয়ে থাকবে।
দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাবো। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।