ঢাকা শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক ১৪৩২


চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড এখনও জ্বলছে আগুন, ভেঙে পড়েছে ভবনের ছাদ


১৭ অক্টোবর ২০২৫ ০৭:১৩

সংগৃহীত

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ধসে পড়েছে ভবনের ছাদ। তবে বৃষ্টি নামায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসবে এমনটা ভাবা হলেও তা হয়নি। 

 

 

 

 

অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটও। রাত সাড়ে ১২টার দিকেও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের ভবন ঝুঁকিতে রয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো।

 

 

 

 

আগুন লাগার পরপরই স্বশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯টি ইউনিট কাজ করছে; তার মধ্যে ফায়ার সার্ভিসের ১৫টি এবং ৪টি নৌবাহিনীর। 

 

 

 

ফায়ার সার্ভিস বলছে, সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।