ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ২রা কার্তিক ১৪৩২


রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা


১৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৪

সংগৃহীত

বড় ধরনের অভিযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু নির্বাচন) শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

 

রাকসুতে ৭০ ভাগের মতো ভোট পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর পদ্ধতিতে ভোটের ফল গণনা চলছে। তবে ভোটের ফলাফল প্রকাশ করতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।

 

 

এদিকে, প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। নির্ধারিত সময় শেষ হলেও কয়েকটি কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা যায়। উচ্ছ্বাস-উৎসবের মধ্যে দিয়ে বিকেলে শেষ হয় ভোটগ্রহণ।

 

অন্যদিকে, বিকেলে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অমোচনীয় কালি নিয়ে অভিযোগ করেন ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা।

 

প্রসঙ্গত, রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। আর প্রার্থী ৯০২ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ এবং জিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।