ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ২রা কার্তিক ১৪৩২


লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৬


১৬ অক্টোবর ২০২৫ ০৮:৫২

সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ওয়ার্ড যুবদল সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলমসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ১০ নং ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় সভাপতি প্রার্থী তারেক হোসেন ও জাহাঙ্গীর আলম পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে