জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ১৭ অক্টোবর জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না। দীর্ঘদিনের আলোচনায় দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে, সে সংক্রান্ত নথিতে তারা সই করবেন।
বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কাজ অনেকদূর এগিয়েছে। এই আইনের খসড়া কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও অন্তর্বর্তী সরকারের আমলেই এটি আইনে পরিণত হবে আশা করছি।
আইন উপদেষ্টা আরও বলেন, আগে সরকার রাজনৈতিক দলগুলোর সমালোচনা করতো। এখন উল্টো রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করে । উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলাকে গণতান্ত্রিক উত্তরণ হিসেবে দেখছি। এ সময় সমালোচনা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।