ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


চাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা


১৫ অক্টোবর ২০২৫ ১৯:৪৬

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। দুই ধাপে এই ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

 

এর আগে, বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কোথাও কোথাও নির্ধরিত সময়ের পর ভোটার উপস্থিত থাকায় তাদের ব্যালট গ্রহণ করা হয়।

 

এদিকে, বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে অবস্থিত ভোটকেন্দ্রে ভোট দেন ভোটাররা। ২৬টি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের। এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। তারপরও ভোটদানের আগ্রহে কোনো ভাটা পড়েনি।

 

 

তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কাও জানান তারা।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছবিসহ ভোটার তালিকা থাকায় কোনো ধরনের জাল ভোটের সম্ভাবনা নেই।

 

প্রসঙ্গত, চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। এর মধ্যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৭ জন।