ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


শার্শায় অননুমোদিত রেল ক্রসিংয়ে অস্থায়ী গেট স্থাপন


১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৪

সংগৃহীত

শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে অননুমোদিত রেল ক্রসিং দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ ছিল। গেটম্যান না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করত।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী শার্শা উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি অস্থায়ীভাবে একটি গেট স্থাপন করেছে। এতে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

বিদ্যালয়ের আরম্ভ ও ছুটির সময়ে সেখানে গেটম্যান নিয়োগের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।