ডেমরার আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ১৪ টি বাস

১৪টি বাস পুড়িয়ে নিয়ন্ত্রণে এসেছে ডেমরার আগুন। এ ঘটনায় লন্ডন এক্সপ্রেসের বাসগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ এপ্রিল) রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তার মধ্যে ৫টি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
তবে এই পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নতুনসময়/এএম
নিয়ন্ত্রণ, ডেমরা, আগুন, লন্ডন এক্সপ্রেস, ফায়ার সার্ভিস