ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


শাহবাগ থানার পাশে জব্দ যানবাহনে আগুন


৫ মার্চ ২০২৪ ১৫:৪৫

সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন যানবাহন ও যন্ত্রাংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (৫ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপি থেকে খবর পাওয়া যায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরাতন যানবাহন ও যন্ত্রাংশে আগুন লেগেছে।

বিকেল পৌনে ৩টায় বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কিভাবে এই আগুন লেগেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

নতুনসময়/এএম


রাজধানী, শাহবাগ, থানা, আগুন, ফায়ার সার্ভিস