ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১


কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসছেন আজ


১৮ নভেম্বর ২০২৩ ১২:৪৬

প্রতিকি

দ্বাদশ সংসদ নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আজ দুপুরে ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গত ১৬ নভেম্বর কমনওয়েলথের প্রতিনিধি দলের সফর সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছিলেন।

জানা গেছে, সফরের প্রথম দিনে (শনিবার) প্রতিনিধি দলটির কোনো কর্মসূচি নেই। তবে রবি ও সোমবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন।


এ ছাড়া ২১ নভেম্বর প্রতিনিধি দলটি রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার যাবে। ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত তারা সিলেটসহ বিভিন্ন জেলা সফর করবেন।