ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


হরতালের নামে যানচলাচল ব্যাহত করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার


২৮ অক্টোবর ২০২৩ ২৩:৪৪

ছবি সংগৃহীত

হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও সাধারণের যানচলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। 

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, হরতাল একটি গণতান্ত্রিক অধিকার।

আবার হরতাল না মানাও একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু অনেক দল আছে, যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে থাকে।

আমাগীকাল রাজনৈতিক দল হরতাল ডেকেছে। যদি হরতালের নামে কেউ সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

সরকার পতনের একদফা দাবি আদায়ে রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।