ঢাকা বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন


১৮ অক্টোবর ২০২৩ ১৮:০৭

ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে উদযাপিত হলো ‘শেখ রাসেল দিবস-২০২৩’। দিবসটি উপলক্ষ্যে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম, বিমানের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিমানের প্রধান কার্যালয় বলাকায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ রাসেল-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসে বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্লে-গ্রুপ থেকে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত সন্তানগণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীগণ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বলাকা লবিতে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শেখ রাসেল দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষ্যে বিমানের মসজিদ সমূহে বাদ জোহর মোনাজাত করা হয়। ১৮ই অক্টোবর ঢাকা থেকে বিমানের বহির্গামী সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয় ও ফ্লাইটে শেখ রাসেল দিবসের ঘোষণা প্রচার করা হয়।