ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


১১ অক্টোবর ২০২৩ ১০:১১

প্রতিকি

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ৩ গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮) ও অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী বাস পরিবর্তের জন্য চলতি এক বাসকে সিগন্যাল দিয়ে থামান। মহাসড়কের পাশে থেকে বাসটিতে যাত্রী তোলার সময় অপর একটি বাস দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, নিহতদের সবাই গার্মেন্টস কর্মী। এ ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

..