সফররত দলের প্রতিবেদনের ভিত্তিতে পর্যবেক্ষক পাঠাবে ইইউ

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হবে সফররত ইইউ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে।
মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চেলেরি সাংবাদিকদের একথা জানান।
সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুই সপ্তাহের সফরে এসেছি। আমরা প্রাক-নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো। তার ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সেই সিদ্ধান্ত হবে।
বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, মিস্টার রিকার্ডো যেটা বলেছেন ওটাই আমার বক্তব্য।
বৈঠকে ইইউ-এর প্রতিনিধি দলের ৫ সদস্য, অন্য সিইসি'র সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।