ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


রোজা শুরু শুক্রবার


২৩ মার্চ ২০২৩ ০৩:২৪

বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাল বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে মাহে রমজান।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, দেশের আকাশে চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার রাতে দেশের মুসল্লিরা এবারের রমজান মাসের তারাবির প্রথম নামাজ আদায় করবেন। আর একই রাতে সেহেরি খেয়ে প্রথম রোজা পালন করবেন।

মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য, দেশের বরণ্য আলেমরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৌদিসহ মধ্যপ্রাচ্যে কাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

আইকে