ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


মাহিয়া মাহির মামলার বিষয়ে যা বললেন আইজিপি


২১ মার্চ ২০২৩ ০৩:৫২

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। সেখান থেকেই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি জামিনে মুক্তি পান।

অন্তঃসত্ত্বা মাহিকে এভাবে গ্রেপ্তার ও কারাগারে নেওয়ার সমালোচনা করেছেন তার সহকর্মীরা।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আপনারা জেনেছেন উনি জামিন পেয়েছেন। আমি এটুকু বলতে পারি যেহেতু মামলা হয়েছে, কারও প্রতি কোনো অন্যায় হবে না। এটা আমরা নিশ্চিত করব।

আইকে