ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছে সরকার: প্রধানমন্ত্রী


২০ মার্চ ২০২৩ ২৩:৫৩

নৌবাহিনীকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মার্চ) দুপুরে কক্সবাজারে দেশের প্রথম বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি ঘাঁটির উদ্বোধন করেন।

তিনি বলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। তবে যদি কখনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তা মোকাবেলা করতে বাহিনীগুলোকে দক্ষ করে গড়ে তোলা হয়েছে। সমুদ্র সীমায় যে বিশাল সম্পদ রয়েছে, তা যেনো দেশের অর্থনীতিতে কাজে লাগে, সে ব্যবস্থা নিয়েছে সরকার।

উল্লেখ্য, ২০১৭ সালে সাবমেরিন যুগে প্রবেশের পর কর্ণফুলী নদীর ঈশা খাঁ নৌঘাঁটিতে রাখা হতো বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে সাবমেরিন দুটি। এ সময় সাবমেরিনের এই ঘাঁটি নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। সাবমেরিন দুটির প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার। টর্পেডো ও মাইনে সুসজ্জিত সাবমেরিনগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবো জাহাজে আক্রমণ চালাতে সক্ষম। পূর্ণ ধারণক্ষমতা নিয়ে এগুলোর গতিবেগ ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল।

আইকে