ঢাকা শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২


ডাচ্-বাংলার টাকা ছিনতাই, ৪ জনের দায় স্বীকার


১৭ মার্চ ২০২৩ ০৭:২৬

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুলসহ চারজন।

বৃহস্পতিবার দোষ স্বীকার করে তাঁরা পৃথক আদালতে জবানবন্দি দেন।

অপর তিন আসামি হলেন, সাগর মাতুব্বর, মিজানুর রহমান ও সোনা মিয়া।

এর আগে এ দিন পাঁচ দিনের রিমান্ড চলাকালে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁরা দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া।

এছাড়াও আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম আসামি মিজানুর রহমান ও সোনা মিয়া এবং ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী আসামি আকাশ ও সাগর মাতুব্বরে জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৯ মার্চ সকালে ব্যাংকটির টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আইকে