ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


মানুষ যেন বিপথে না যায় সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী


১৬ মার্চ ২০২৩ ১৯:১৪

ইসলাম ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। মানুষ যেন বিপথে না যায়, সত্যিকারে ইসলামের শিক্ষা যেন পায়, সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৬৪টি মডেল মসজিদ ও ৫০টি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন।

এ সময় সরকার প্রধান বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ করে ধর্মকে বিতর্কিত করে কেউ কেউ। অথচ ইসলাম শান্তির ধর্ম। একমাত্র ইসলাম ধর্মই নারীদের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম সকল ধর্মের প্রতি সহনশীলতা দেখানোর শিক্ষা দেয়া হয়েছে।

আইকে