ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


‘মন্ত্রী হিসেবে সফলতার পাশাপাশি আছে ব্যর্থতাও; চাঁদেরও কলঙ্ক আছে’


৭ মার্চ ২০২৩ ০৯:০৬

মন্ত্রী হিসেবে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আছে। চাঁদেরও কলঙ্ক আছে। নিজের মন্ত্রিত্বের সাফল্য-ব্যর্থতা নিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পঞ্চগড়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কারা উসকানি দিয়েছে, রোহিঙ্গাদের ক্যাম্পে আগুন লাগলো কেন, একই সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে কেন- সব খুঁজে বের করা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এমপিদের নিয়ে প্রতি তিন মাসে জরিপ হচ্ছে। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে। গোয়েন্দা সংস্থার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে না।

আইকে