ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


‘রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান নিরাপত্তা সমস্যা তৈরি করছে’


৪ মার্চ ২০২৩ ০২:১৩

রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান সমগ্র অঞ্চলজুড়ে বিপর্যয়ের পাশাপাশি বিশাল নিরাপত্তা সমস্যা তৈরি করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় অবিলম্বে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি জীবন বাঁচাতে এবং জনগণকে অমানবিক সঙ্কট থেকে রক্ষা করতে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আইকে