ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


শিশুদের শিক্ষাকে আনন্দময় করতে হবে: শিক্ষামন্ত্রী


১ মার্চ ২০২৩ ০১:৩১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের শিক্ষাকে আনন্দময় করতে হবে। তাহলে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে এবং সেই শিক্ষাটা মনে থাকবে। তবে তাদের ভয় দেখিয়ে শেখানো যাবে না। এছাড়া ২০২৫ সালের মধ্যে দেশের সব ক্লাসরুম ডিজিটালাইজড করা হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিল্ডার’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যা বলি সব সময় তা বোঝাতে পারি না। এই অ্যাপস হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। এটার মাধ্যমে আমরা যা বলব, সেটা যাতে ভালোভাবে বোঝাতে পারি বা বুঝতে পারি, অ্যাপসটা সেই কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন- এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, স্বপ্নের নির্বাহী পরিচালক হাসান নাসির ও প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা।

মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার আপ দুটি প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

আইকে